
শরীয়তপুরের নড়িয়ায় ৩ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৬ জুন) সন্ধায় উপজেলার ভুমখাড়া গ্রাম থেকে ইয়াবা সেবন কালে তাদের আটক করে নড়িয়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার বাহির কুশিয়া এলাকার দেলোয়ার বেপারীর ছেলে সবুজ বেপারী (৩২), একই গ্রামের মৃত জসিম বেপারীর ছেলে রাসেল বেপারী (২৮) এবং ডিঙ্গামানিক গ্রামের কামাল মাঝির ছেলে মাসুদ মাঝি (২২)।
পরে মঙ্গলবার সকালে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ডে দন্ডিত করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাদকসেবীকে ৬ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। নড়িয়া উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন সর্বাতœক চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।