
শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রমীলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নড়িয়া বিল এল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
ম্যাচে নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয় প্রমিলা একাদশ মুখোমুখি হয় লোনসিং বালিকা উচ্চ বিদ্যালয় একাদশের।
তুমুল উত্তেজনাপূর্ণ এ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে দুই দলের কেউ কোনো গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র থেকে যায়। পরে ট্রাইবেকারে লোনসিং বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়ের মেয়েদের ৫-৪ গোলে হাড়িয়ে চ্যাম্পিয়ান হয়।
এর আগে প্রীতি ফুটবল ম্যাচটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাকির বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, ডা. মিজানুর রহমান প্রমূখ।