
জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ আগষ্ট) সকাল ১০টায় কলেজ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও শরীয়তপুর-২ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. খালেদ শওকত আলী।
কলেজ ছাত্রলীগ নেতা ইমরান খালাসীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজী মো. মনির হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আঃ রহমান মাষ্টার, ৭১ ফাউন্ডেশন জেলা আহবায়ক ডি এম বরকত আলী মুরাদ প্রমুখ।