
নিরাপদ সড়কের দাবিতে শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচীতে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
শনিবার সকাল ১০ টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনে শরীয়তপুর-ঢাকা সড়কে মানববন্ধনে দাঁড়াতে যাওয়ার সময় পুলিশের বাঁধায় শুরুতে তাদের কর্মসূচি পন্ড হয়ে যায়।
পরে পুলিশ শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচী বাদ দিয়ে ক্লাস করার পরামর্শ দেন। তখন শিক্ষার্থীদের পাহারায় রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরে বেলা সাড়ে ১১ টার দিকে শরীয়তপুর শহরের পালং স্কুল সড়কে নিরাপদ সড়ক চাই, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ, আন্দোলন করে আমরা দোষী হলে দোষী প্রিয় বঙ্গবন্ধু- কারণ আন্দোলন তিনিই শিখিয়েছেন, মন্ত্রী হাসেন দাতল হাসি এমপি আছেন ধ্যানে স্বদেশ আমার যাচ্ছে পিষে সাধের পিকাপ ভ্যান, উই ডিমান্ড সেফ রোড, উই ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। তখন পালং মডেল থানা পুলিশ শিক্ষার্থীদের বিক্ষোভ পন্ড করে দেয়।
শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়কের দাবীতে আমরা বিক্ষোভে নেমেছি। কিন্তু পুলিশ এসে আমাদের বাঁধা দিচ্ছে। আর কখনো যেন গাড়ির চাপায় পড়ে আমাদের সহপাঠি বন্ধুরা মারা না যায়। সেজন্যই সড়কে নেমেছি।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীতো শিক্ষার্থীদের সব দাবী মেনে নিয়েছেন। তবে আন্দোলনের প্রয়োজন কি? যারা বিষয়টি বুঝেছে তারা আন্দোলন করেনা। যারা না বুঝেছে তারাই আন্দোলন করছে।