
শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা প্রশাসনে পক্ষ থেকে পদ্মার নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত নড়িয়া উপজেলার পদ্মার তীরবর্তী ৫টি ইউনিয়নে ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন জানান, নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভা, মোক্তারেরচর, কেদারপুর, ঘড়িসার ও চরআত্রা ইউনিয়নের পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। শুকনো খাবারের প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক কেজি সয়াবিন তেল, এক কেজি চিড়া, এক কেজি বিস্কুট, ৫০০ গ্রাম মুড়ি, এক ডজন দিয়াশলাই ও এক ডজন মোমবাতি বিতরণ করা হয়।