
শরীয়তপুরের নড়িয়ায় গাঁজা সহ রমজান খান (৩০) নামে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাস জেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ভোজেশ্বর পোষ্ট অফিসের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
আটক রমজান খান (৩০) ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের মৃত শুক্কুর খাঁনের ছেলে।
পরে তাকে নড়িয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত তাকে মাদক বহনের দায়ে এক মাসের কারাদন্ড প্রদান করে।