
নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরের নড়িয়ায় পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুর-২ আসনের সাংসদ কর্ণেল শওকত আলী এমপি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান মিজ মাজেদা শওকত আলী, ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন, সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাকির বেপারী, নড়িয়া পৌর মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ি প্রমুখ।
এছাড়া শোক দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকল মসজিদে দোয়া মাহফিল এবং বিভিন্ন স্থানে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।