
শরীয়তপুরের নড়িয়া বাজারে এটিএম বুথ থেকে রফিক মুন্সি (৪০) নামের বুথের পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ আগষ্ট) সকাল ০৮টার দিকে নড়িয়া বাজার পূর্ব মাথায় অবস্থিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রফিক মুন্সি নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের আঃ সামাদ মুন্সির ছেলে।
নড়িয়া থানা পুলিশ ও ব্যাংক সুত্রে জানাযায়, বুধবার দিবাগত রাতে ব্যাংকের এটিএম বুথে রফিক মুন্সির পূর্ব নির্ধারিত ডিউটি ছিল। বৃহস্পতিবার সকাল ০৮টার দিকে ব্যাংকের লোকজন বুথের সামনের সাটার খুলে রফিক মুন্সির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন। তিনি বলেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লোকটি স্ট্রোক করে মারা গেছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।