আজ রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী শাখাওয়াৎ ছবির ১ম মৃত্যু বার্ষিকী আজ

বাংলাদেশ উদিচী শিল্পি গোষ্ঠী নড়িয়া সংসদের সাবেক সভাপতি ও নড়িয়া বার্তা’র প্রতিষ্ঠাতা শাখাওয়াৎ ইবনে হাবিব (ছবি)-র প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।

২০১৭ সালের ১১ সেপ্টেম্বর সোমবার রাত ১০টা ৪০ মিনিটে ৪৯ বৎসর বয়সে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের প্রেমতলা গ্রামের হাবিবুল্লাহ্ মাষ্টার ও সুফিয়া বেগমের ছোট ছেলে শাখাওয়াত ইবনে হাবিব (ছবি)। মৃত্যুর সময় স্ত্রী, ছেলে-মেয়ে, মা-বাবা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আজ বাদ আছর নড়িয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।