আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্থ অসহায়দের ব্র্যাকের আর্থিক সাহায্য প্রদান

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ব্র্যাকের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে নড়িয়াস্থ ব্র্যাকের কার্যালয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ব্র্যাকের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। এতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৪শত পরিবারকে ৩ হাজার টাকা করে মোট ১২ লক্ষ টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আসলিমুর রহমান, জেলা ব্র্যাক প্রতিনিধি জিয়া উদ্দিন আহম্মেদ, এলাকা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম ও আশিক মাহমুদ, ব্র্যাক নড়িয়ার ম্যানেজার জহুরুল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির ম্যানেজার মাহমুদ হোসেন প্রমূখ।