আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় পদ্মার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে সরকারি ত্রাণ সহযোগীতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শনিবার নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্ষতিগ্রস্থ একশত পরিবারের মাঝে দুই বান করে টিন ও নগদ ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক কাজী আবু তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-২ আসনের সাংসদ কর্ণের (অবঃ) শওকত আলী।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান মিজ মাজেদা শওকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন।
প্রসঙ্গত গত কয়েক মাস ধরে পদ্মার অব্যাহত ভাঙনে নড়িয়া উপজেলার প্রায় ৫ হাজার ৮৫টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ধারাবাহিক ত্রাণ সহযোগীতা অব্যাহত রয়েছে।