আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় শরীয়তপুরের নড়িয়ায় তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।
৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এ মেলা শুরু হয়।

৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে সকাল ১০টায় মেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা চত্তরে এসে শেষ হয়।
র‌্যালীতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলার বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

পরে উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি এ্যাড. নাভানা আক্তার এমপি, উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন প্রমুখ।