আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় মাদক বহনের দায়ে ছয় মাসের কারাদন্ড

শরীয়তপুর নড়িয়ায় মাদক বহনের দায়ে শাহালম বেপারী (৪৫) নামের একজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের জেল প্রদান করা হয়েছে।

সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার রাত আটটার দিকে নড়িয়া বাজার ব্রীজ রোডের এক দোকান থেকে এক পুরিন্দা গাজা সহ শাহালম বেপারীকে আটক করে নড়িয়া থানা পুলিশ। সে নড়িয়া পৌরসভার ঢালী পাড়া গ্রামের বাসিন্দা। পরে মাদক  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।