
শরীয়তপুর নড়িয়া উপজেলা বিঝারি ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের বীর মুক্তিযুদ্ধা আব্দুল গনি বেপারী ইন্তেকাল করেছেন। “ইন্নলিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।”
৬ অক্টোবর শনিরার বিকাল ৫ টায় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৫ কন্যা ১ ছেলে আত্বীয়-স্বজন অসংখ্য সুভাকাঙ্খি ও তার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন না ফেরার দেশে।
স্বাধীনতা যুদ্ধে উৎসর্গ করেছিলেন নিজের জীবন। যাদের ত্যাগে আজকের স্বাধীনতা। যুদ্ধকালিন সময় তিনি ২নং সেক্টরে যুদ্ধ করেছিলেন।
গত রবিবার সকাল ১০ টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আবুল হাছিন খান সহ বীর মুক্তিযুদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।