
নড়িয়ায় ভয়াবহ পদ্মা নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ এক হাজার ৫০০ পরিবারের মাঝে নগদ ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্ত্বরে বেসরকারি সংস্থা নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) সহায়তায় এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পীকার জাতীয় বীর কর্ণেল (অবঃ) শওকত আলী।
নুসার চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হান্নান মাঝির সভাপতিত্বে গেস্ট অব অনার ও উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন । প্রধান আলোচক ছিলেন নুসার নির্বাহী পরিচালক মিজ মাজেদা শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, নুসার ভাইস-চেয়ারম্যান ডাঃ খালেদ শওকত আলী, নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুরুল হক আকন্দ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নুসার কোষাদক্ষ্য মেরিনা শওকত আলী।
ডাঃ খালেদ শওকত আলী বলেন, নদীভাঙ্গন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগত টাকা, চাউল, শুকনা খাবার বিতরনের সাথে ভুমিহীনদের মাঝে খাসজমি বিতরন করে তাদের বাসস্থানের ব্যবস্থা করার অনুরোধ করেন মাননীয় প্রধানমন্ত্রী মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট। তিনি দ্রুত পদ্মানদীর ডানতীর নড়িয়া জাজিরা পদ্মানদীর বেরীবাধ দ্রুত বাস্তবায়ন করার দাবী করেন। তিনি আরো বলেন যে বঙ্গবন্ধুর সোনার বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়, বিধবা মায়েরা বিধবা ভাতা পায়, জানুয়ারীর এক তারিখে শিশুদের হাতে নতুন বই পায়।
এ সময় নুসার উপ-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডু, সহকারী পরিচালক মো. কবির হোসেন,জাহাঙ্গীর হোসেন, শরীফুল ইসলাম, জেলা ৭১ ফাউন্ডেশনের আহবায়ক ডিএম বরকত আলী মুরাদ, সখিপুর থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. বিল্লাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, নদী ভাঙন কবলিত এলাকার ১ হাজার ৫০০ জন পরিবারকে পনের লাখ টাকা বিতরণ করা হয়।
এছাড়া, নদী ভাঙন কবলিত মানুষের জন্য নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্ত্বরে, মুলফৎগঞ্জ ও বাঁশতলায় স্বাস্থ্য ক্যাম্প বসিয়ে ১ হাজারের অধিক মানুষের চিকিৎসা প্রদান করেন নুসার ভাইস-চেয়ারম্যান ডাঃ খালেদ শওকত আলী।
এছাড়া ডাঃ খালেদ শওকত আলী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী তাই নড়িয়া-সখিপুরের ২৪ টি ইউনিয়নের সবগুলো ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন।