
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪৪ জেলেকে আটক করা হয়েছে। সেই সাথে ২০০ কেজি ইলিশ, ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধা থেকে মধ্য রাত পর্যন্ত নড়িয়া উপজেলার পদ্মা নদী এরিয়ায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, উপজেলা মৎস কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা, নড়িয়া থানা পুলিশ ও নৌ পুলিশ।
পরে আটককৃতদের উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৪৪ জনকে ১৫দিন করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করে।
সেইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত ২লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়, ইলিশগুলো ৪টি এতিমখানায় বিতরন করা হয়।