
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে শরীয়তপুরের জাজিরা এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে আটক ২২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জাজিরা উপজেলা চত্বরে তাদের এ কারাদন্ড দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ চন্দ্র দেবনাথ।
এর আগে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জাজিরা পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ, উপজেলা মৎস্য অফিস, জাজিরা থানা পুলিশ ও নৌ পুলিশ। অভিযানের সময় জেলেদের আটক করা হয়। এ সময় ৪০০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জাজিরা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ চন্দ্র দেবনাথ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ২২ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় আর ইলিশগুলো মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।