আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জাজিরায় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝ ত্রাণ বিতরণ

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ভাঙণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে পাচুখার কান্দি গ্রামে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জাজিরা ফাউন্ডেশনের সভাপতি শামসুল হক খান, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির মাহামুদ প্রমুখ।
জাজিরা ফাউন্ডেশনের আয়োজনে পদ্মা নদী ভাঙণে অসহায় ১৩৫টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।