আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরের ইলিশ ধরায় ৮৬ জেলেকে জেল-জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় শরীয়তপুরের নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার পদ্মা নদী থেকে ৮৬ জেলেকে আটক করে জেল জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা, থানা পুলিশ ও নৌ পুলিশ মৎস্য অভিযান পরিচালনা করেছেন। এ সময় একটি বড় ট্রলার, একটি স্পিড বোট, দুই লাখ ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫৪ কেজি মা ইলিশ ও জাটকা জব্দ করা হয়।
শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত উপজেলার এড়িয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ওই জেলেদেরকে আটক করে স্ব-স্ব উপজেলা চত্বরে আনা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৮৬ জেলেকে জেল ও জরিমানা করা হয়। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ, জাজিরার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন। তখন ৮৬ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন। সেই সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত দুই লাখ ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে এবং ৩৫৪ কেজি মা ইলিশ ও জাটকা মাদরাসা, এতিমখানা ও গরিবের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত একটি বড় ট্রলার, একটি স্পিড বোট নিলামে বিক্রি করা হবে বলে জানান তারা।