আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় ইলিশ ধরায় ৭৭ জন আটক, জেল-জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় শরীয়তপুরের নড়িয়া এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে অপ্রাপ্ত বয়স্ক বালক সহ ৭৭জনকে আটক করা হয়েছে। এ সময় সাতটি মাছ ধরার ট্রলার, দুই হাজার কেজি ইলিশ ও চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়িয়া উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ৭৭ জনের ৫৯ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০জনকে ৮ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকী ৮ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

এর আগে রোববার সন্ধা থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার এড়িয়ার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফাসহ নড়িয়া থানা পুলিশ ও নৌ পুলিশ।

পরে দুই হাজার কেজি ইলিশ মাছ মাদরাসা, এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত ৭টি মাছ ধরার ট্রলার নিলামে বিক্রি করা হবে বলে জানান তিনি।