
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার তীরে জিও ব্যাগ ফেলার কাজ করতে আসা জাহেদুল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে নড়িয়ায় পদ্মার পাড়ে অবস্থিত শ্রমিকদের থাকার ঘরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুহয় তার। জাহেদুল নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী গ্রামের তমেজউদ্দিন এর ছেলে।
এদিকে বুধবার সকাল ১০টার দিকে শ্রমিক জাহেদুল এর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ হতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। জাহেদুল এর পরিবারের পক্ষে এ নগদ অর্থ গ্রহন করেন তার চাচাতো ভাই রফিকুল ইসলাম। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২৫ হাজার, ঠিকাদারী প্রতিষ্ঠান হতে ২৫ হাজার, পৌর পরিষদের পক্ষ থেকে ৫ হাজার ও এলাকাবাসীর পক্ষ হতে ১২ হাজার টাকা সহ মোট ৯২ হাজার টাকা আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।