
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় শরীয়তপুরের নড়িয়া এলাকার পদ্মা নদী থেকে শিশুসহ ৬০জনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধা হতে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পর্যন্ত পদ্মা নদীর নড়িয়া উপজেলা এরিয়ায় অভিয়ান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় এক হাজার ছয়শ কেজি ইলিশ ও এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে বৃহস্পতিবার সকাল ১০টায় নড়িয়া উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করা হয়। এসময় আটক ৬০জনের ৪৯জনকে ১০দিন করে, ৫ জনকে ৬ মাস করে করাদণ্ড এবং ২ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকি ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা জানান, জব্দকৃত ইলিশ মাদরাসা, এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।