আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত

আজ ১৮ অক্টোবর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নড়িয়া উপজেলা শাখা কমিটির উদ্যোগে মুন্সী বাড়ি জামে মসজিদে বাদ আসর শিশু রাসেলের জন্য দোয়া ও তবারক বিতরণ করা হয়। অত্র মসজিদের ইমাম দোয়ায় বলেন নিষ্পাপ ৬ বছরের শিশু শেখ রাসেলকে অন্যায়ভাবে নির্মম নির্যাতন করে হত্যাকরা হয় স্ব-পরিবারে, আল্লাহ তা’আলা যেন শিশু রাসেল সহ সকল মরহুমদের শহীদি মৃত্যু হিসেবে কবুল করে জন্নাতবাসি করেন এবং বঙ্গবন্ধুর আমানত শেখ হাসিনাকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করে পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে পারে। দোয়া ও তবারক বিতরণের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নতেৃবৃন্দসহ সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান জুয়েল, নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও নড়িয়া উপজেলা শেখ রাসেলের সাধারণ সম্পাদক আফরুজ্জামান (মিতুল মোল্লা), সহ-সভাপতি মনির মেলকার, শাহরিয়ার হোসেন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম জর্জ, নজরুল ইসলাম ফকির, সংগঠনিক সম্পাদক রাশেদ চৌকিদার, দপ্তর সম্পাদক পাপ্পু দেওয়ান, উপ-প্রচার সম্পাদক তপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।