
শরীয়তপুরের নড়িয়ায় ১কেজি গাজা সহ দুলার হাওলাদার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার তেলীপাড়া বাজার থেকে ১কেজি গাজা সহ তাকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।
আটক হানিফ হাওলাদার উপজেলার চামটা ইউনিয়নের তেলীপাড়া গ্রামের মৃত হানিফ হাওলাদারের ছেলে।
পরে রোববার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত তাকে মাদক বহনের দায়ে ছয় মাস কারাদন্ডে দন্ডিত করে এবং জব্দকৃত গাজা পুড়িয়ে ধ্বংস করা হয়।