আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় অটোবাইক উল্টে প্রবাসী নিহত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অটোবাইক উল্টে জয়নাল আবেদীন মৃধা (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ঘরিসার ইউনিয়নের হালইসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন মৃধা উপজেলার ঘরিসার ইউনিয়নের চর লাউলানি গ্রামের মৃত সিরাজুল মৃধার ছেলে। তিনি মালেয়শিয়া প্রবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নাল বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোবাইকে করে সুরেশ্বরের দিকে যাচ্ছিলেন। ঘরিসার হালইসার এলাকায় পৌঁছলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় জয়নাল অটোবাইকের নিচে পড়ে বুকে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।