
শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা এলাকায় সড়ক মেরামতের কাজে ব্যবহৃত রোলার চাপায় তাজু সরদার (২৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজু সরদার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের নলিকান্দি গ্রামের আবুল সরদারের ছেলে। সামিয়া নামে তার দেড় বছরের একটি মেয়ে আছে। তাজু দীর্ঘদিন যাবত অটোরিকশা চালিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাজু শরীয়তপুর শহর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে প্রেমতলা ব্রিজের ঢাল থেকে উঠতে ছিলেন। তখন গাড়ির সামনে ছিল একটি রোলার মেশিন। রোলারটি ব্রিজের ঢাল দিয়ে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে দিকে নামতে থাকে, তখন পিছনে থাকা তাজুর অটোরিকশার উপর পরলে ঘটনাস্থলে তাজুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে আছে। পুলিশ পাঠনো হয়েছে।