আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

শরীয়তপুরের নড়িয়ায় রবি ২০১৮-১৯ মৌসুমের প্রনোদনা কর্মসূচির আওতায় ১১৯৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা শহীদ মিনার চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উপলক্ষে কৃষি সম্প্রসারন অধিদফতর এক অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান।