
শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের কাশিপুর এলাকায় শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ট্রাক চাপায় এক প্রবাসি দম্পতি নিহত হয়েছেন। তাঁরা হলেন শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখি গ্রামের বিশ্বনাথ মন্ডলের ছেলে ইতালি প্রবাসি মিঠুন মন্ডল (৩০) ও তার স্ত্রী নন্দিনী রানী (২২)।
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মিঠুন মন্ডল স্ত্রী নন্দিনীকে নিয়ে মোটরসাইকেলে করে মাদারীপুর যাচ্ছিলেন। পথে শরীয়তপুর-মাদারীপুর সড়কের কাশিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক ও সহকারী পলাতক আছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।