আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সাংবাদিক আনোয়ার হোসেন পলাশের ১ম মৃত্যুবার্ষিকী আজ

শরীয়তপুরের বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন পলাশের ১ম মৃত্যু বার্ষিকী আজ মঙ্গলবার। ২০১৭ সালের ১১ নভেম্বর বিকেলে নড়িয়া উপজেলার ভুমখাড়া এলাকায় পেশাগত দায়িত্বপালনকালে অসুস্থ্য হয়ে পরেন তিনি। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

সাংবাদিক আনোয়ার মৃত্যুর আগ পর্যন্ত বেসরকারী টিভি চ্যানেল ৭১ টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে এক কন্যা, স্ত্রী, ভাই-বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।