
শরীয়তপুরের ৩টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী চুড়ান্ত করেছে।
গত শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীর পীর সাহেব চরমোনাই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা হলেন- শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে দলের জেলা সহ-সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য হাফেজ মাওলানা শওকত আলী, শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ও ইসলামী আইনজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মো. হানিফ মিয়া।
সম্প্রতি স্থানীয় ও সিটি নির্বাচনে ভোটের মাঠে চমক সৃষ্টি করে ইসলামী আন্দোলন। তারই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের এই আসনগুলোতে নিজেদের অবস্থান জানান দিতে চায় দলটি।
বৃহৎ দুটি দলের পাশাপাশি একক ভাবে নির্বাচনে অংশগ্রহণের সকল প্রকার প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করেছে দলটি।