
শরীয়তপুরের তিনটি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কাজী আবু তাহেরের হাতে মনোনয়ন পত্র তুলে দেন তারা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা হলেন- শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে দলের সংগঠনের জেলা সহ-সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য হাফেজ মাওলানা শওকত আলী, শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ও ইসলামী আইনজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মো. হানিফ মিয়া।
এ সময় জেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমান, জেলা যুব আন্দোলনের সেক্রেটারী মাওলানা হযরত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।