আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে ভোটের মাঠে লড়বেন ১৮ প্রার্থী

শরীয়তপুরে তিনটি আসনে ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করলেও নির্বাচনের মাঠে রয়েছে এখন ১৮ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শরীয়তপুর-১ আসনের তরিকত ফেডারেশনের প্রার্থী মো. শিরাজ চৌকিদার তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। বাছাই পর্বে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল হলে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন তিন জন। জেলা নির্বাচন কর্মকর্তা সেক ‌মো. জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

শরীয়তপুর-১ প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন যারা- বাংলা‌দেশ আওয়ামী লীগ ইকবাল হোসেন অপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. তোফায়েল আহম্মেদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি মোদাচ্ছের হোসেন বাবুল, বাংলাদেশ খেলাফত আন্দোলন মো. আব্দুস ছামাদ, বিএনপি সরদার একেএম নাছির উদ্দিন (কালু), ইসলামী ঐক্যজোট কা. হা. মাও: মো. মাহদী হাসান, (জেএসডি) নুরুল ইসলাম (রব)।

শরীয়তপুর-২ বাংলা‌দেশ আওয়ামী লীগ একেএম এনামুল হক শামীম, বিএনপি শফিকুর রহমান কিরন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাফেজ মাওলানা শওকত আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) মো. ফিরুজ মিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলন মাহমুদুল হাসান, জাকের পার্টি মো.বাদল কাজী।

শরীয়তপুর-৩ বাংলাদেশ আওয়ামীলীগ নাহিম রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হানিফ মিয়া, বিএনপি মিয়া নুরউদ্দিন আহম্মেদ অপু, জাতীয় পার্টি মো.আব্দুল হান্নান, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি শুসান্ত ভাওয়াল।