আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কেদারপুরে এনামুল হক শামীমের পক্ষে কর্মী সভা

একদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুর ২ নড়িয়া সখিপুর আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ কে এম এনামুল হক শামীমকে নৌকা মার্কায় বিজয়ী করতে কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে গৌরব ও ঐতিহ্যবাহী কেদারপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ভি আই মোড়ের দুলাল খানের দোকান সংলগ্ন মাঠে ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

৯ নাম্বার ওয়ার্ড সভাপতি সেলিম মুন্সির সভাপতিত্বে ও ছাত্রনেতা মাহবুব হাসান রাজীব মালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতাহের হোসেন শিকারী, সাধারণ সম্পাদক জাব্বার ছৈয়াল, সাবেক চেয়ারম্যান ইমাম হোসাইন দেওয়ান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ সানাউল্লহ্, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সাইদ মাদবর, ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদ দেওয়ান, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী আনোয়ারা বেগম, আওয়ামীলীগ নেতা খালেক মৃধা, স্থানীয় মুরব্বী মন্টু ঢালী, সাদেক জমাদ্দার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি লিটন ছৈয়াল, সহ সভাপতি মামুন খান, ওয়ার্ড যুবলীগের সভাপতি আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর পাইক, গাঙচিল স্পোর্টিং ক্লাব ও জনকল্যাণ সংস্থার সাবেক সভাপতি ফরিদ শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলিম শিকারী প্রমুখ।

সভায় বক্তারা নড়িয়ার বেড়িবাঁধ নির্মানের স্বার্থে হলেও এবারের নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ভোট দেয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

সভার সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসাইন মাল।