
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতাপাখা প্রার্থী মাওলানা শওকত আলী ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শরীয়তপুরের নড়িয়া পৌর বাজারে গণসংযোগ করেন তিনি।
এসময় তিনি বলেন, ‘একজন সচেতন ভোটার হিসাবে এ নির্বাচনে যোগ্য ও ভাল প্রার্থীকে ভোট দেওয়া আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। আমরা জানি, ভোট একটি আমানত সচেতন ভাই বোনদের প্রতি আমার অনুরোধ আসুন, আমরা ন্যায় ও ভালের পক্ষে অবস্থান গ্রহণ করি। ইসলাম দেশ ও মানবতার স্বার্থে শান্তি ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা এবং একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষে হাতপাখা মার্কায় ভোট দিয়ে বিজয় অর্জন করি।’
এসময় তার সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা সভাপতি আঃ সালাম শিকারী, নড়িয়া উপজেলা সভাপতি টিপু সুলতান, ইসলামী আন্দোলন নেতা মাষ্টার আঃ শাকুর খান, আবু তাহের হাওলাদার সহ স্থানীয় ইসলামী আন্দোলন ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।