আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গোসাইরহাটের থানা পরিদর্শণে জেলা প্রশাসক

বৃহস্পতিবার বেলা ১১টায় নিয়মিত বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে গোসাইরহাট থানা পরিদর্শন করেন শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কাজী আবু তাহের।
এসময় তিনি গোসাইরহাট থানার গুরুত্বপূর্ণ রেজিষ্টার সমূহ পরিদর্শণ করেন। থানার রক্ষিত পরিদর্শণ রেজিষ্টারে তাঁর মন্তব্য তিনি উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শণ কাজে সহযোগিতা করেন, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা। এর আগে জেলা প্রশাসক মহোদয় গোসাইরহাট থানায় পৌঁছলে তাঁকে স্বাগত জানান, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান।
পরে জেলা প্রশাসক মহোদয় সরকারী শামসুর রহমান কলেজে চলমান এসএসসি পরীক্ষা-২০১৯ এর কেন্দ্র, সহকারী কমিশনার (ভূমি), সাব-রেজিষ্টার অফিস এবং গোসাইরহাটে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্সসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পরিদর্শণ করেন।