আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে জাতীয় ভোটার দিবস পালিত

জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ভোটার হব ভোট দেব’ এই শ্লোগানে গতকাল শুক্রবার সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন তালুকদারের নেতৃত্বে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রিফাতুল হোসাইন, জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন, পালং মডেল থানার পরিদর্শন (ওসি অপারেশন) মো. আশরাফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।