আজ রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়া সরকারী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরীয়তপুরের নড়িয়ায় শুক্রবার বিকালে নড়িয়া সরকারী কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আশ্রাফুননেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০ জন মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের এমপি একেএম এনামুল হক শামীম।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, অত্র কলেজের অধ্যক্ষ মাকছুদা খাতুন, সাবেক অধ্যক্ষ আঃ খালেক, পুলিশ সার্কেল কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, মেয়র শহিদুল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি হাজি হাচান রাঢ়ী ও সম্পাদক হাচানুজ্জামান খোকন সহ কলেজের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকগণ প্রমূখ।