
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শরীয়তপুরের নড়িয়ায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শুরু করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্ব স্তরের মানুষ।
এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাসেদুজ্জামান রাসেল, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আকন্দ, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, নাজমা মোস্তফা সহ উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সকাল ৮টায় নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে কুজকাওয়াজের পরে শারীর চর্চা প্রদর্শন করে।