আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রুপক চক্রবর্তী: আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালির স্বাধীনতা সংগ্রামের গৌরবগাঁথা দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। ৪৮ বছর আগের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে। আজকের এই মহান দিনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে ।

২৬ শে মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসুচী শুরু হয়। এরপরে প্রথমে জেলা প্রশাসক কাজী আবু তাহের জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার আব্দুল মোমেন বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, ক্রীড়া অনুষ্ঠান, শহীদ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারদের সংবর্ধনা, হাসপাতাল, শিশু পরিবার, জেলখানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। মহিষার, আটিপাড়া ও মনোহর বাজারে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর ও স্মৃতিসৌধ জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনাগারে দেশ জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা, আলোকসজ্জা।

বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এছাড়া জেলা সদরের ন্যায় সকল উপজেলা গুলোতেও অনুরুপ কর্মসূচি পালিত হচ্ছে।