আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় অবৈধ ট্রলির চাপায় কিশোর নিহত

মিনহাজুর রহমান সানমুন: শরীয়তপুরের নড়িয়ায় অবৈধ ট্রলির চাপায় ফয়সাল শিকারী নামের ১৬ বছরের এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার কেদারপুর এলাকায় মাল বোঝাই ট্রলির চাপায় ওই কিশোর নিহত হয়। নিহত ফয়সাল পার্শ্ববর্তী চাকধ গ্রামের মৃত সোনা মিয়া শিকারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে কেদারপুর গ্রামের সানাউল্লাহ মেম্বারের বাড়ির সামনে মাল বোঝাই ট্রলি নিয়ন্ত্রন হাড়িয়ে চাপা দেয় ফয়সালকে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যান। পরে আশস্কাজনক অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নড়িয়া থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রলি চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।