
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৬-১১ এপ্রিল) পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিভিল সার্জন সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাক্তার মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,শরীয়তপুর সদর আধুনিক হাসপাতালের তত্ববধায়ক ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ।
উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, কৃমি মানব দেহের জন্য অত্যন্ত ভয়ানক রোগ। তবে একটু সচেতন হলেই আমরা ঐ ঘাতক ব্যাধিমুুক্ত থাকতে পারি। রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারি। সভাপতি সিভিল সার্জন ডাঃ খলিলুর রহমান বলেন, রোগের চিকিৎসা করানোর চেয়ে রোগ প্রতিরোধে সচেতন হওয়া জরুরী। কৃমি রোগে দেশের মানুষের মৃত্যুরোধে সরকারের পাশাপাশি জনগনকে সচেতন হওয়ার জন্য আহবান জানান।