আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে “বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি” শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন এই সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের লাইব্রেরিয়ান কাম অডিও ভিজুয়াল অফিসার মো. কামরুল ইসলাম। কি-নোট পেপার উপস্থাপনা করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গ্যালারি সহকারী মো. আজিজুল ইসলাম।

সেমিনারে জানানো হয়, সারাদেশের মানুষকে বিজ্ঞান সচেতন ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলাই হচ্ছে এই সেমিনার ও কুইজ প্রতিযোগিতার উদ্দেশ্যে। গ্রামাঞ্চলে এখনও মানুষের মধ্যে কুসংস্কার রয়েছে। মানুষকে বিজ্ঞান সচেতন ও বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে পারলেই এই কুসংস্কার থেকে বের হয়ে আসা সম্ভব। তাই দেশের প্রত্যেকটি উপজেলা ও জেলা পর্যায়ে এই সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কুইজ প্রতিযোগিতায উপজেলা পর্যায়ে তিন সদস্যের একটি বিজয়ী দল জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় অংশ নিবে। জেলা পর্যায়ে বিজয়ী দলনেতার জন্য রয়েছে বিদেশ ভ্রমনের সুযোগ।