
নড়িয়া প্রতিনিধি: র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প এবং নড়িয়া থানা পুলিশের যৌথ অভিযানে গত ৭ এপ্রিল রবিবার সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।
এ সময় নড়িয়া থানাধীন বৈশাখী পাড়া এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ী নাঈম শেখ (২২), পিতাঃ মৃত হাসেম শেখ, সাং-আকসা, থানাঃ নড়িয়া এবং মিন্টু গাইন (২০), পিতাঃ নূর ইসলাম গাইন, সাং-পূর্ব গৌড্ডা, থানাঃ ভেদরগঞ্জ, জেলাঃ শরীয়তপুরদেরকে আটক করে। আটককৃত আসামীদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার মাদক বিক্রেতা এবং তারা দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজাসহ শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।