আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়া’য় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নড়িয়া প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়ায় সুমাইয়া (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের জালিয়াহাটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে নড়িয়া থানা পুলিশ। সুমাইয়া স্থানীয় ছিঠু খাঁ’র মেয়ে।

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে পরিবারের সদস্যরা সুমাইয়ার থাকার কক্ষের দরজা বন্ধ দেখতে পায়। দরজা খুলতে বললে না খোলায় সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সুমাইয়ার ঝুলন্ত লাশ দেখতে পায় তারা। পরে পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আকন্দ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।