
নিউজ ডেস্ক: সারা বিশ্বে এ-লেভেল পরীক্ষায় বিজনেস স্টাডিসের সর্বোচ্চ নম্বর পেয়েছেন নড়িয়ার কৃতি সন্তান হৃদয় শওকত আলী। এ ছাড়াও ৪টি বিষয় A+ এবং একটি A পেয়ে মেধা তালিকায় স্থান পেয়েছেন। এই কৃতিত্বের জন্য গত শনিবার ৬ এপ্রিল তাকে ডেইলি ষ্টার পত্রিকা থেকে ‘saluting the nation builders of tomorrow’ নামক অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়। মাইক্রোসফটের ম্যানেজিং ডিরেক্টর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হৃদয় শওকত কে মেডেল পড়িয়ে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টার পত্রিকার প্রকাশক এবং সম্পাদক মাহফুজ আনাম। তার আগে ২৫ জানুয়ারী আন্তর্জাতিক পরীক্ষায় সেরা ফল পাওয়ার জন্য পিয়ারসন এডেক্সসেল থেকে সংবর্ধনা দেয়া হয়, যেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এম পি।
এখানে উল্লেখ্য যে ২০১৬ সালের ও-লেভেল পরীক্ষায় ও বিশ্বের সর্বোচ্চ নম্বর পেয়েছেন হৃদয় শওকত আলী।
হৃদয় শওকত আলীর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নাড়িয়া পৌরসভার প্রেমতলা গ্রামে। বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডাঃ খালেদ শওকত আলী এবং বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ডাঃ তানিয়া খালেদের দ্বিতীয় সন্তান হৃদয়। তার বড় ভাই উদয় বর্তমানে ইংল্যান্ডে বার-আট-ল অধ্যায়নরত। হৃদয়ের দাদি নাড়িয়া উন্নয়ন সমিতির (নুসা) নির্বাহী পরিচালক বির মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী এবং দাদা বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার জাতীয় বীর কর্নেল (অব:) শওকত আলী, যাকে হৃদয় নিজের আদর্শ মনে করেন। হৃদয় বলেন তার ইচ্ছা হলো ভবিষ্যতে ঠিক বাবা এবং দাদার মতো মানুষ কে ভালোবাসতে, দেশ কে ভালোবাসতে এবং দেশ এর জন্য কাজ করতে। অর্থনীতির উপর উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী নড়িয়ার ছেলে হৃদয় শওকত আলী।