আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে দেড় মাসের শিশুর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে গোবিন্দ মন্ডল নামে দেড় মাসের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র সংলগ্ন পৌরসভার বাঘিয়া গ্রামের মন্ডল বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ শিশুটিকে মেরে খাটের নিচে রেখে গেছে কেউ। তার মুখে লবণ পানি পাওয়া গেছে। শিশু গোবিন্দ মন্ডল শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঘিয়া গ্রামের বিমল মন্ডলের ছেলে।

প‌ুলিশ, স্থানীয় ও প‌ারিবারিক সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে গোবিন্দ মন্ডলকে খাটের ওপর ঘুম পাড়িয়ে গোসলে যান মা দিপু মন্ডল। সাড়ে ১০টার দিকে মা ঘরে এসে দেখেন তার ছেলে খাটের ওপর নেই। এ সময় তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে অপর একটি ঘরের খাটের নিচে রেক্সিন মোড়ানো অবস্থায় তাকে উদ্ধার করে। শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।