
নড়িয়া প্রতিনিধি: যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি (৬ষ্ঠ পর্ব) স্থায়ীকরনের দাবীতে শরীয়তপুরের নড়িয়ায় মানবন্ধন করেছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যরা।
রোববার (২১ এপ্রিল) নড়িয়া উপজেলা পরিষদের সামনে ঘন্ট্যাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপজেলার সর্বস্তরের ন্যাশনাল সার্ভিসের সদস্য উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যদের নড়িয়ার আহবায়ক মো. আমিনুল ইসলাম, সদস্য সচিব মো. নাহিদ, কোষাধ্যক্ষ বি এম আতাউর রহমান, সদস্য মিজানুর রহমান, মো. জুয়েল রানা, মো. হুমাউন, সম্রাট প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ঘরে-ঘরে চাকরি প্রদানের লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি গ্রহণ করেন। এখন ন্যাশনাল সার্ভিস কর্মসূচি ৭ম পর্যায় চলমান। এ কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথে বেকারের সংখ্যাও বেড়ে যাবে। যা বেকার যুবদের জীবন যাত্রার উপর বিরূপ প্রভাব পড়তে এখনই শুরু করেছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় কার্যসহকারীদের চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে বক্তারা জানান।