
নিজস্ব প্রতিবেদক ॥ শরীয়তপুরের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে লাইসেন্সবিহীন ইজিবাইক, অটোবাইক, নসিমন ও করিমনসহ অবৈধ যানবাহন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। এ নিয়ে শরীয়তপুর জেলা বাস মালিক সমিতি, বাস শ্রমিক ইউনিয়ন, শরীয়তপুর আন্তঃজেলা অটোবাইক ও ইজিবাইক মালিক সমিতির ঐক্য পরিষদের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ।
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শরীয়তপুরের মহাসড়ক ও সড়কে লাইসেন্স বিহীন ইজিবাইক, অটোবাইক, নসিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচলের কারেণ ক্রমেই বাড়ছে সড়ক দুর্ঘটনা। সরকারি অনুমতি বা লাইসেন্স ছাড়াই এ জেলাতে কমপক্ষে ৬ হাজার ইজিবাইক চলাচল করছে। জেলা পর্যায়ে বিআরটিএ সভায় এসব অবৈধ গাড়ি মহাসড়কে চলাচল বন্ধের দাবি জানালেও কোন সমাধান পাচ্ছেন না বাস মালিক ও শ্রমিকরা। অপরদিকে শরীয়তপুর আন্তঃজেলা অটোবাইক ও ইজিবাইক মালিক সমিতির ঐক্য পরিষদের অভিযোগ, অধিকাংশ বাসেরই ফিটনেস নেই।
শরীয়তপুরের বিভিন্ন রুটে চলাচলকারী ফিটনেস বিহীন গাড়ি বন্ধের জন্য বিআরটিএ’র পক্ষ থেকে মালিক সমিতিকে চিঠি দেয়া হয়েছে। খুব শীঘ্রই এ সব গাড়ি বন্ধে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বিআরটিএ কর্মকর্তারা।