আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর সদর উপ‌জেলার চিতলিয়া ইউ‌নিয়‌নের কা‌শিপুর গ্রাম থে‌কে অজ্ঞাত এক যুব‌ককের হাত-পা-বাঁধা লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (২৩ এ‌প্রিল) বিকেল ৪টার দি‌কে শরীয়তপুর-মাদারীপুর সড়‌কের পা‌শে টে‌কেরহাট নামকস্থান থে‌কে মর‌দেহ উদ্ধার ক‌রে পালং থানা পু‌লিশ।

পু‌লিশ ও স্থানীয় জানায়, শরীয়তপুর-মাদারীপুর সড়‌কের টে‌কেরহাটের কা‌শিপুর গ্রামের সড়‌কের পা‌শে এক যুবককের মর‌দেহ দেখ‌তে পায় স্থানীয়রা। প‌রে পু‌লিশকে খবর দি‌লে ঘটনাস্থ‌লে এ‌সে হাত পা মুখ বাঁধা অবস্থায় লাশ‌টি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হয়। এ ঘটনায় কে বা কারা এ যুবক‌কে হত্যা ক‌রে‌ছে তা এখ‌নো নি‌শ্চিত কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

এ বিষয়ে আংগা‌রিয়া পু‌লিশ ফাঁ‌ড়ির ইন্সপেক্টর উৎপল বিশ্বাস ব‌লেন, একটা লাশের খবর পে‌য়ে আমরা ঘটনাস্থ‌লে গি‌য়ে লাশটি উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠাই। এখ‌নো লা‌শের প‌রিচয় মে‌লে‌নি। ঘটনা‌টি আমরা তদন্ত কর‌ছি। প‌রে আইনঅনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।