আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

৭ মে থেকে রমজান শুরু হতে পারে

নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসের রোজা শুরু হতে পারে আগামী ৭ মে থেকে। ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যেই সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। সে অনুসারে ৬ মে দিবাগত রাতে হবে প্রথম সেহরি। ইসলামিক ফাউন্ডেশন বলছে, আগামী ৬ মে রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতে সেহরি খেয়ে ৭ মে মঙ্গলবার থেকে রোজা রাখতে হবে।

ইফা জানায়, সেহরির শেষ সময় হবে রাত ৩টা ৫২ মিনিটে আর ইফতারের সময় হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে। বাংলা ক্যালেন্ডারের হিসেবে রোজা শুরু হবে বৈশাখ মাসের ২৪ তারিখে। ৩০ রমজান হিসেবে চলবে জ্যৈষ্ঠ মাসের ২২ তারিখ পর্যন্ত। রমজান মাস পূর্ণ ৩০ দিনের হলে অর্থাৎ রোজা ৩০টি হলে ঈদুল ফিতর আগামী ৬ জুন হওয়ার কথা রয়েছে।